গাউসুল আযম মাইজভাণ্ডারী ত্বরিকার নিবেদিত একনিষ্ঠ খাদেম, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র পরশধন্য মুরিদ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম ইছমাঈল ফকির মাইজভান্ডারী (র:)’র ৩য় বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শাহনগরস্থ মাজার প্রাঙ্গনে খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা, তাওল্লাদে গাউসিয়া শরীফ, জিকিরে সেমা মাহফিল, মুনাজাত ও তবরুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইঞ্জিনিয়ার কাজী নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও পুত্র মো: মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বাবা ভান্ডারীর রওজা শরীফের খাদেম মাওলানা নুরুল হুদা মাইজভান্ডারী (ম:)।অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলার সমন্বয়ক মাষ্টার মোহাম্মদ আলী, মাষ্টার আনিস উল খান বাবর, মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী, মো: নাজিম উদ্দীন, মুহাম্মদ আলমগীর, নুরুচ্ছাফা, শাহ আলম সওদাগর, মহিউদ্দিন জীবন, মো: রুহুল আমিন, মো: রাশেদ চৌধুরী, আসলাম শরীফ। উপস্থিত ছিলেন মো: রাশেদ, মো: জয়নাল, মো: সেলিম উদ্দীন, মো: নাসির, ফজল আহমদ, কাজী হেলাল, মো: আজাদ, মো: নজরুল ইসলাম রিফাত, নুরুল আলম, মো: তৌহিদুল আলম, আবু আহমদ, মো: ইউনুচ, মো: বাপ্পি, ভ্রাতা- মো: ইউনিচ মিয়া, মো: জাহাঙ্গীর আলম, মো: দিদারুল ইসলাম, মো: আইয়ুব মিয়া, মো: বাবুল। অনুষ্ঠানে জিকিরে সেমা পরিবেশন করেন মাইজভান্ডারী মরমী শিল্পী শাহরিয়ার আলম সানী।
Leave a Reply