হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা শহীদ কমর উদ্দিন জিতু কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত করেন হলদিয়া ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ।গতকাল শহীদ কমর উদ্দিনের করব জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন উত্তর সর্ত্তা দরগাহ বাজার জামে মসজিদের ইমাম মৌলানা এমদাদ হোসেন।এসময় উপস্থিত ছিলেন শহীদ কমর উদ্দিন জিতু পিতা আলী,রাউজান উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মুসলেহ উদ্দিন,রাউজান উপজেলা যুবদল নেতা মোঃ আজিজউদ্দিন মানিক,হলদিয়া ইউনিয়ন সিনিয়র যুবদল নেতা মোঃ মহিউদ্দিন,হলদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক মঈনউদ্দীন বিপুল,হলদিয়া ইউনিয়ন সিনিয়র যুবদল নেতা মোঃ জামাল উদ্দীন তালুকদার,মোঃ ওসমান গনি রুবেল,যুবদল নেতা মোঃ ইউচুপ তালুকদার, মোঃ জয়নাল, মোঃ মন্জু, মোঃ মমতাজ উদ্দিন,মোঃ রহিম উদ্দিন, মোঃ বেলাল উদ্দীন, জহুর মেম্বারের বড় ছেলে মোঃ জয়নাল, মোঃ আলমগীর, মোঃ নুরুল ইসলাম,মোঃ মহিউদ্দীন,মোঃ মাসুদ, মোঃ সাইম,মোঃ গাজী রুবেল, মোঃ রিপাত,মোঃ বাহাদুর বাদশা,মোঃ গাজী সোলাইমান, মোঃ দলোত,মোঃ ইকবাল,মোঃ সাদাত,মোঃ জানি আলম ,মোঃ বক্কর, মোঃ মাসুদ,ছাত্রদল নেতা মোঃ জহির উদ্দিন শুভ, মোঃ আকিল,মোঃ মাসুদ মোঃ গিয়াস,মোঃ বাবু,মোঃ ইচ্ছা, মোঃরিপাত,মোঃ শাহা উদ্দিন,মোঃ আরমান,মোঃ সাইমন,মোঃ রহমান,মোঃ করিম প্রমুখ। এসময় করম উদ্দিন জিতু হত্যাকাণ্ডে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।
Leave a Reply