বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,অন্তবর্তীকালীন সরকার সংস্কার করতে চায়, সংস্কারের পরে নির্বাচনের কথা বলছে সরকার।ধর্মীয় মূল্যবোধ দ্বারা শাসনতন্ত্র বা সংবিধান সংশোধন,গণতন্ত্র ও জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন ধর্মীয় মূল্যবোধ দিয়ে যদি একটি শাসনতন্ত্র হয়, একটি সংবিধান হয় কোনো অন্যায় হবে,অপরাধ হবে? ধর্মীয় মূল্যবোধ বলতে তিনি ইসলামী মূল্যবোধ,হিন্দুদের ধর্মীয় মূল্যবোধ,বৌদ্ধ ও খ্রিষ্টানদের মূল্যবোধকে উল্লেখ করেন। তিনি আরও বলেন,‘ আমাদের রাষ্ট্র এই মূল্যবোধগুলো রক্ষা করবে।ধর্মীয় মূল্যবোধ দিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে আশাকরি সকলে একমত পোষণ করবেন।এদেশে কোনো ব্যক্তি ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা বা অবজ্ঞা করবে না।মূল স্তম্ভগুলোকে ঠিক করতে হবে অন্তবর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক পক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাংরাদেশের জাতীয়তাবাদি এটা আমাদের একটা সম্পদ।সীমান্তরেখাকে সামনে রেখে আমাদের একটি জাতি,বাংলাদেশী জাতি। তাই ধর্মীয় মূল্যবোধ,গণতন্ত্রকে প্রাধান্য ও জাতীয়তাবাদীকে স্থান দিয়ে শাসনতন্ত্র বা সংবিধান সংস্কার করা প্রয়োজন। গতকাল শনিবার রাউজান কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Leave a Reply