মাদরাসাতুল জাবির ওয়াল আজগর লিতাহফিযিল কুরআন হাফিজিয়া মাদরাসা ও কিতাবখানা মীর জেরিন জিনান এতিমখানা'র হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ৯ম বার্ষিক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (১৭ জানুয়ারি) শুক্রবার বাদে আসর হতে টাঙ্গাইল গয়হাটা নাগরপুরে মাদরাসার সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৪ নং টাঙ্গাইল শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মীর কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আফসার আলী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমেদ, কানাডা টরেন্টো গাউছুল আজম মসজিদ পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৫নং কানাডা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজির আলম, শাখার সভাপতি মীর বদিউজ্জামান।মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী,মাওলানা মোহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ সোলাইমান ইসলাম সাইফী, মাওলানা মুহাম্মদ শোয়াইবুর রহমান,মাওলানা মুহাম্মদ আবু বকর,মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম,মাওলানা মুহাম্মদ আবদুল খালেক,হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ ইসমাইল।
পরিশেষে দেশ-জাতির উন্নতি- অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।