চট্টগ্রাম রাউজান থানাধীন ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ০২নং ওয়ার্ডে ১৭/০৯/২২ শনিবার সন্ধ্যার ৭ টায় সময়-মতি মেম্বার বাড়ীর তে গিতা ঘোষ-স্বামী হৃদয় ঘোষ এর গোয়াল ঘরে ধোয়া থেকে আগুন লেগে ১। রনজিত দাশ(৮০) পিতা- মৃত প্রফুল্ল দাশ, ২।অভি দাশ (৩০)পিতা- মৃত মানু দাশ, ৩। গিতা ঘোষ (৬৭), স্বামী হৃদয় ঘোষ, ৪। স্বপন দাশ(৬৭), পিতা-মৃত ননী দাশ, ৫। গৌতম দাশ(৫৫) পিতা মৃত ননী দাশ সর্ব সাং উত্তর গুজরা, মতিলাল মেম্বারের বাড়ি তাদের তিনটি মাটির ঘর ও দুইটি টিনের ভেরার ঘর মোট ০৫টি বসত ঘর আসবাবপত্র ও একটি গরু পুরে যায়। প্রথমে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে পরবর্তীতে-রাউজান ফায়ার সার্ভিস আগুন ১ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অনুমান ৫/৬ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব গুজরা অলি মিয়া হাট পুলিশ ফাঁড়ি’র সহকারী ইনচার্জ সালাউদ্দিন-এ সময়ে দ্রুত ছুটে আসেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ,এউপি সদস্য জমির উদ্দিন বাবুল, ইউপি সদস্য বিশ্বজিৎ চৌধুরী, ইউপি সদস্য বকুল বড়ুয়া, এ সময়ে দুই নং ওয়ার্ডের অসংখ্য জনসাধারণ এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
Leave a Reply