রাউজানের নোয়াজিষপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম জাহেদুল আলমের সার্বিক সহযোগিতায় সপ্তাহের একদিন শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী শুরু হয়েছে।শনিবার, ১২ এপ্রিল সকালে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের মাওলানা হুসাইন উজ্জামান বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন সমাজ সেবক আলহাজ্ব এস এম দিদারুল আলম। চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এম বি বি এস ডাক্তার চর্ম ও যৌন বিশেষজ্ঞ সৈয়দ মুরতুজা ইকবাল। অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আলহাজ্ব কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম, উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা নাজির হোসেন, মাওলানা হুসাইন উজ্জামান সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মো. আবেদ মোস্তাফা, এস এম বেলাল ওমার,মুহাম্মদ ইব্রাহিম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।মেডিসিন, শিশু, চর্ম, এলার্জিসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন ডাক্তার সৈয়দ মুরতুজা ইকবাল ।আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। সপ্তাহের একদিন শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।