বাংলা নব বর্ষ এ দেশের একটা প্রাচীনতম ঐতিহ্য। পহেলা বৈশাখ পালনের মধ্যদিয়া এদেশের নরনারী ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। সোমবার (১৪ এপ্রিল) এই নতুন বছর পহেলা বৈশাখ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, তিন দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এরপর উপজেলা মাঠে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, প্রকৌশলী আবুল কালাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি সাবের সুলতান কাজল, সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ হেলান উদ্দিন, শাহাদাত মির্জা, মোহাম্মদ রেওয়াজ প্রমুখ। বাঙালির প্রাণের এই উৎসবে ছিল পান্তা ইলিশের আয়োজন।ইউএনও বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, "পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। বৈশাখ বা বাংলা নব বর্ষ মানুষে মানুষে পরস্পর মিলন মেলা। বৈশাখের এই রৌদ্রদগ্ধ প্রথম দিনটিকে ঘিরেই কৃষকের নতুন নতুন চিন্তা- চেতনা, পালা- পার্বণ, মাসের দিনক্ষণ হিসাব নিকাশ করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।