দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের সমর্থনে গণসংযোগ করেছেন পৌরসভা আওয়ামীলীগ। ৩১ ডিসেম্বর রবিবার পৌর এলাকার ৭,৮,৯নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহাজানের নেতৃত্বে এ গণসংযোগ করা হয়। গণসংযোগ চলাকালে বিভিন্ন পথসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গণসংযোগে কয়েক’শ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর আওয়ামীলীগের নেতারা নৌকা প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর এড. দীলিপ কুমার চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর আজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা নয়ম উদ্দিন চৌধুরী, তছলিম উদ্দিন, মুছা আলম খান, আবদুল লতিফ, ওসমান গণি রানা, জাবেদ রহিম, ইকতিয়ার উদ্দিন, আবদুল মতিন,জেলা ছাত্রলীগ নেতা বেলাল হোসেন সিফাত প্রমুখ।
Leave a Reply