1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী তরিকার প্রচার প্রসার বাড়াতেই মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে-সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী রাউজানে কৃষিজমি কাটা ও ইটভাটা বন্ধের দাবিতে নারী-পুরুষের মানববন্ধন রাউজান পুলিশের ডিউটি করাতে নিয়ে ফাঁসানো হয় চান্দগাঁও থানার মামলায় রাউজানে ১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতাদের ঈদ উদযাপন  চেতন সাম্য বইয়ের মোড়ক উন্মোচন রাউজানে জায়গা জমির বিরোধ নিয়ে;ভাইয়ের হাতে ভাই খুন! বালু-মাটি কাটা নিয়ে এলাকায় বিশৃঙ্খলাকারী চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে;গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ জিয়া জাতীয়তাবাদকে বুকে ধারণ করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়ার আদর্শকে ভূলন্ঠিত করা যাবে না : হাসান মোহাম্মদ জসিম

রাউজানে প্রথমবারের মতো আধুনিক পদ্ধতিতে বোরো চাষ: বাড়বে উৎপাদন,কমবে খরচ

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান (চট্টগ্রাম) 
রাউজানে কৃষকের কষ্ট লাঘব করবে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন। এই মেশিন দিয়ে আধুনিক পদ্ধতিতে সমলয় চাষাবাদে মাত্র এক ঘন্টায় এক বিঘা জমিতে ধান রোপণ করা যাবে। এতে একদিকে যেমন সময় কম লাগবে- তেমনি খরচও কমবে,আবার ফলনও বাড়বে। এছাড়া শ্রমিক সংকটের দুর্ভোগ থেকেও মুক্তি পাবে কৃষক।মঙ্গলবার বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নে চট্টগ্রাম জেলা প্রশাসক মোছাৎ ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই মেশিনের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদে চারা রোপনের উদ্বোধন করেন।এসময় তিনি বলেন, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে মাধ্যমে বোরো ধান চাষাবাদে কম খরচে কৃষক অধিক ধান উৎপাদন করতে পারবেন।ধানের অধিক ফলন পেয়ে কৃষক লাভবান হবেন। এ চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশ খাদ্য উৎপাদনে আরো সমৃদ্ধ হবে। এই প্রযুক্তি ব্যবহারে কৃষি শ্রমিকের সংকট নিরসন এবং ব্যয়ভার নিয়ন্ত্রণ করাও সম্ভব। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে বিশেষ  অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ আবদুস ছোবহান, উপজেলা সহকারি কমিশনার ভূমি অংছিং মারমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কৃষি প্রকৌশলী মুহাম্মদ আমজাদ হোসেন খান।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজাম মুনীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির। কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, এই পদ্ধতির চাষাবাদে কদলপুর ইউনিয়নের ৫০ জন কৃষককে সম্পৃক্ত করেছি।  চাষাবাদের শুরুতে আমরা ট্রেতে বীজতলা করেছি। প্রতি বিঘায় প্রচলিত চাষাবাদে হাইব্রিড ধানবীজ ৪ কেজি ও উফশী ধানবীজ ৮কেজি দিয়ে বীজতলা তৈরি করতে হয়। সেখানে সমলয়ে চাষাবাদে বিঘা প্রতি বীজ খরচ অর্ধেক হয়েছে। বীজে কৃষকের খরচ বেঁচেছে। এ চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপণে সময়, শ্রম, ও খচর কম লাগবে। উৎপাদন হবে বেশি।এতে কৃষকেরা লাভবান হবে।কদলপুর ইউনিয়নের কৃষক বিষু চৌধুরী বলেন, যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষি অফিস থেকে এ ব্যাপারে প্রশিক্ষন দেওয়ার পর তাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ পদ্ধতির চাষাবাদে বীজতলা থেকে শুরু করে  ধান মাড়াই পর্যন্ত যান্ত্রিকীকরণের মাধ্যমে সম্পন্ন করা হবে।কৃষি অফিসের সৃত্রে জানা যায়, এ আধুনিক যান্ত্রিক মেশিনের  মাধ্যমে ১৫০ বিঘা জমিতে সমলয়ে বোরো ধানের চাষাবাদ করা হচ্ছে। এ চাষাবাদে খরচ কম হওয়ায় কৃষকরা লাভবান হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ আবদুস ছোবহান বলেন, সরকার কৃষিকে যান্ত্রীকীকরণ করতে চাইছে। এ পদ্ধতিতে চাষাবাদে শ্রমিক কম লাগে, খচর কম,উৎপাদন হয় বেশি। এছাড়া ধানের উৎপাদন বৃদ্ধি পায়।এ পদ্ধতির  চাষাবাদ সম্প্রসারিত হলে দেশের খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র সেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজীব কুমার সুশীল,শিবু শংকর দে, উপ সহকারী কৃষি কর্মকর্তা আহাম্মদ শাহ,জুয়েল দাশ,সিকু কুমার বড়ুয়া,সৈকত বড়ুয়া,সঞ্জয় কুমার চন্দ। অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট