চট্টগ্রামের রাউজানের সর্তা খালের পাড় ঘেঁষে কৃষি জমি কাটা দায়ে মো: কামাল নামের এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাথে মাটি কাটার ভেকু জব্দ করা হয়। রোববার বিকেলে ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া জাকেরিয়া চৌধুরী ভাঙা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। তিনি বলেন, গ্রেপ্তারকৃত কামাল উদ্দিনকে এলাকার সবাই মাটিখেকো এবং বাংলা কামাল হিসেবে চিনেন। সেই ডাবুয়া এলাকায় মাটিখেকো সিন্ডিকেটের অন্যতম নেতা।তাকে থানার হেফাজতে এবং এস্কেভেটরটি স্থানীয় ২ জন ব্যক্তির জিম্মায় দেয়া হয়েছে। এক লক্ষ টাকা জরিমানার অর্থ আদায়ের প্রেক্ষিতে পরবর্তী মাটি কাটা সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, পশ্চিম ডাবুয়া এলাকায় তাঁরা দুটি স্পটের একটিতে কৃষি জমি কেটে প্রায় ৩০ ফুট গভীর গর্ত করে পুকুরে পরিণত করেছে।উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের তত্ত্বাবধানে কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply