বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুবিধা প্রদান (রাউজান দক্ষিণ) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ মার্চ সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান উপজেলা (উত্তর) সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস। শিক্ষক সমিতি রাউজান (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ।স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)রাউজান (উত্তর) শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন মাস্টার।বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল রাউজান(দক্ষিণ) শাখার সভাপতি অঞ্জন বড়ুয়া শিক্ষক সমিতি রাউজান (দক্ষিণ) শাখার সহ সভাপতি তপস কুমার দত্ত , রাউজান (উত্তর) শাখার সহ সভাপতি তাপস চৌধুরী, রাউজান (দক্ষিণ) শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা নাছরিন সুলতানা। আলোচনা পর্ব শেষে ২০২৪ সালে অবসরপ্রাপ্ত সাতজন শিক্ষক -কর্মচারীর হাতে শিক্ষক কর্মচারি কল্যাণ তহবিলের পক্ষ থেকে উপহারস্বরুপ মানপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। কোরআন তেলোয়াত করেন শিক্ষক রফিকুল ইসলাম রিজভী।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারি।
Leave a Reply