রাউজান থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। “পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে শনিবার (৪ নভেম্বর) সকালে কর্মসূচির অংশ হিসাবে পুলিশ জনতার অংশগ্রহনে একটি র্যালি করা হয়। র্যালিটি রাউজান উপজেলা সদর প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে শেষ মিলিত হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় থানার হল রোমে। এই আলোচনা সভায় ভার্চুয়ালী যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন। উপ-পরিদর্শক নাহিদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আলহাজ্ব বশির উদ্দিন খান, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, সেকেন্ড অফিসার অজয় দেব শীল, তপন দে, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে জমির উদ্দিন পারভেজ বলেন, পুলিশ জনতার ঐক্যের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনতার ঐক্য ধরে রাখতে হবে। আগামী নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস ও মানুষ হত্যার মিশনে নেমেছে। পুলিশ জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ গড়ে তোলতে হবে।
Leave a Reply