প্রধানমন্ত্রীর ঘোষিত ‘গ্রাম হবে শহর’ স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, মডেল, আধুনিক ও স্মার্ট পৌরসভা গড়ে তুলতে চট্টগ্রামের রাউজান পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে আধুনিক ডাস্টবিন বিতরণ করা হয়েছে। ১২ মে রবিবার পৌর প্রাঙ্গনে এই ডাস্টবিন বিতরণ করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর সাবেক ছাত্রনেতা আজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুছা আলম খান চৌধুরী, পৌর প্রকৌশলী ওয়াসিম আকরাম, ফের কর্মকর্তা আব্দুল আজিজ, মনির হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, জয়নাল আবেদীন, মো. ইকবাল হোসেন প্রমুখ। রাউজান পৌরসভার সূত্রে জানা যায়, গত ২০২১ সালে পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় অপচনশীল আবর্জনা সংগ্রহের উদ্যোগ নেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। ওই সংগ্রহ কাজের উদ্বোধন করেছিলেন এমপি ফজলে করিম চৌধুরী নিজেই। সংগৃহীত পচনশীল ও অপচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে দুটি পৃথক ধারার আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কালো মাছির (ব্ল্যাক সোলজার ফ্লাই)’-এর লার্ভা থেকে হাঁস-মুরগি ও মাছের খাদ্য উৎপাদন প্রকল্প। অন্যটি প্লাস্টিক, পলিথিনের মত অপচনশীল বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে প্লাস্টিক দানা। এসব প্লাস্টিক দানায় তৈরি করা হবে নিত্য ব্যবহার্য প্লাস্টিক জিনিসপত্র। রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌরসভা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা ঘোষনা করা হয়েছে। সকাল থেকে রাত পষর্ন্ত ভ্রাম্যমান পরিচ্ছন্ন কর্মী কাজ করে থাকে। এছাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা সকাল বিকাল দুৃ’বেলা ট্রাক ভর্তি আবর্জনা পরিষ্কার করেন। তিনি পৌরসভার দেয়া নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার আহ্বান জানান।
Leave a Reply