চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সভা ও বোনাস বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভার জলিল নগরের একটি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত মহাসচিব আহসান উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রাইম ব্যাংক পিএলসি’র রাউজান শাখার ম্যানেজার (অপারেশন) সাহেদ হোসেন। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবদুর রহমান। বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল মান্নান, মো. সালাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনছুর রহমান চৌধুরী, সহ-সভাপতি হাজী মো. আমিনুল হক, মো. জাবের আহম্মদ, মো. শাহ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবীদুল আলম, সহ-সম্পাদক কাজী মো. জামাল, সহ-সম্পাদক বিভাস কান্তি সাহা, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, প্রচার সম্পাদক মো. ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন মনা, কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারুন, আবদুল মালেক, দিদারুল আলম, তৈয়ব হোসেন মামুন, টিটু চৌধুরী, মো. গিয়াস উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির আওতাভুক্ত ২৫৭জন মালিকের মধ্যে ২২১ জন মালিক ও মালিক পরিবারের সদস্যদের বোনাস প্রদান করেন অতিথিবৃন্দ। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী বলেন, আমরা যারা বাস মালিক সমিতির সদস্য সকলেই ব্যবসায়ী। যারা প্রকৃত বাস মালিক এখানে সবাই উপস্থিত আছেন। আপনারা নির্ধারণ করবেন বাস মালিকেদের কণ্যাণে কারা কাজ করেছে। আগামীতে আপনারা নির্ধারণ করবেন সভাপতি সম্পাদকসহ মালিক সমিতির দায়িত্ব কাদের হাতে দিবেন। আমি অনেক বার সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন নতুন নেতৃত্ব আপনারা সৃষ্টি করবেন। তিনি বলেন, ২৫৬জন মালিক সমিতির সদস্য। তৎমধ্যে ২২১জন সদস্য সাধারণ সভায় উপস্থিত আছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞা জানাই। আপনারা সমন্বয়ক নামধারীদের সাথে না গিয়ে মূলধারায় পরিচালিত চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সভায় যোগদান করেছেন। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত মহাসচিব আহসান উল্লাহ চৌধুরী বলেন, মালিক সমিতির সমন্বয়ক নামধারী কয়েকজন আমার প্যাড জাল করে চট্টগ্রাম- রাঙামাটি মোটর মালিক সমিতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। এ ব্যাপারে সকলকে ঐক্যবন্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। অনুষ্ঠানে সদ্য প্রয়াত রাউজান-রাঙামাটি মোটর মালিক সমিতি পরিবারের সদস্য আবদুল মান্নানের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সঙ্গে রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply