আগামী ১৮ জানুয়ারি রাউজান উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষনা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এই সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ সৃষ্টি হয়েছে। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস আলহাজ¦ চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত নেতাকর্মীদের বাদ দিয়ে এ সম্মেলনের আয়োজন করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার অনুসারী উপজেলা বিএনপি। এই সম্মেলনের প্রতিবাদে এবং অবিলম্বে সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত বিএনপি নেতাকর্মীরা। গতকাল ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকালে রাউজান মুন্সিরঘাটা থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুন্সিরঘাটা থেকে শুরু করে মাস্টার দা সূর্যসেন চত্ত্বর ঘুরে ফকির হাট, জলিল নগর ঘুরে পুনরায় মুন্সিরঘাটায় গিয়ে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে হাজারো বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী বলেন, ’তৃণমূল বিএনপি নেতাকর্মিদের উপেক্ষা করে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলন বন্ধের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচী। স্বৈরাচার সরকারের সাথে আঁতাত করে যারা ১৭ বছর রাউজানে থেকে আওয়ামী লীগের রাজনীতি এবং অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তাদের দলে ঠাঁই দেওয়ার জন্যই প্রকৃত বিএনপি নেতাকর্মীদের অবমূল্যায়নের নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু বলেন, যারা বিগত আওয়ামী লীগ সরকার আমলে হামলা, মামলা ও নির্যাতন জেল জুলুমের শিকার হয়েছিলেন তাদের বাদ দিয়ে সন্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ সম্মেলন প্রতিহত করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বলেন, দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তদন্ত করতে হবে সম্মেলন আয়োজনকারী কারা। প্রকৃত নেতাকর্মীদের মাধ্যমে সম্মেলনের আয়োজনের উদ্যোগ নিতে হবে। অন্যথাই যেকোন পরিস্থিতির জন্য দায়ি থাকবে গোলাম আকবর খন্দকার। এ ব্যাপরে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ পরবর্তী আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ মেম্বার, মো. হাবিবুল্লাহ মাষ্টার, মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, মহিউদ্দিন জীবন, দীল মোহাম্মদ, মোবিন উদ্দিন, হারুন চেয়ারম্যান, এনাম উল্লাহ, নাজিমুদ্দিন, দিদার চেয়ারম্যান, আনিসুজ্জামান সোহেল, দিদার তালুকদার, ফরিদ উদ্দিন, রুস্তম আলী, দিল মোহাম্মদ, কামাল উদ্দিন, মোজাম্মেল হক, ইউছুপ তালুকদার, মাসুদুল আলম,অভি, সুজন, মো. আলী মুন্না, সৈয়দ তৌহিদুল আলম, একরাম মিয়া, শাহজান সাহিল, শাহাদাৎ মির্জা, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. আলী সুমন, রেওয়াজ, সালাহ উদ্দিন, শহীদ চৌধুরী, মঞ্জু প্রমুখ।
Leave a Reply