পরম শ্রদ্ধা ও ভালোবাসায় রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর মাতা মরহুমা সাজেদা কবির চৌধুরীর মৃত্যুবাষিকী পালিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সকালে রাউজানের গহিরা বক্সে আলী চৌধুরী বাড়ী জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। মৃত্যুবার্ষিকীর মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার পুত্র রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, মরহুমার পুত্র ব্যবসায়ী এবি এম ফজলে রশিদ চৌধুরী, মরহুমার দৌহিত্র তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভৃুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দরা। এছাড়াও রাউজানের ১৪ ইউপি চেয়ারম্যান, পৌরসভার ৯ কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । মিলাদ মাহফিল শেষে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী।
Leave a Reply