রাউজান উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান ২৬শে মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র্যালী ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বুধবার সকালে রাউজান মুন্সিরঘাটাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে র্যালী বের করা হয়।পুষ্পমাল্য অর্পণ শেষে স্মৃতি স্তম্ভে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক,বিএনপি নেতা ফরিদ উদ্দিন,রুস্তম আলী মেম্বার,ওবায়দুল আকবর রুমান, যুবদল নেতা সৈয়দ মো.তৌহিদুল আলম,নিজাম উদ্দিন সুজন,মো. আলী মুন্না,রাসেল খান,শাহাদাত মির্জা, একরাম মিয়া,ছোটন আজম,হাসান বাহাদুর,আরিফুল ইসলাম,যুবদল নেতা মঞ্জুরুল আলম,শহীদ চৌধুরী, মো.রেওয়াজ,মো.আলী সুমন,শাহ আলম,ফরিদ, মুন্না,সালাউদ্দিন,আবদুল শুক্কুর,ওসমান,ইকবাল,সাজ্জাদ,সোহেল,রানা,আবু বক্কর,মামুনুর রশীদ চৌধুরী,জামাল উদ্দিন তালুকদার,লেদু,খালেক,হাফিজ,লিমন চৌধুরী বাপ্পা,প্রদীপ বড়ুয়া,শহীদুল ইসলাম,সোহেল,জাবের উদ্দিন জাবের,সাহেদ, জাহাঙ্গীর,নবী,রহমত,চৌধুরী,আব্দুল,বিএনপি নেতা মামনুর রশিদ চৌধুরী,গিয়াস উদ্দিন মুন্না,জানে আলম,জালাল উদ্দীন সাকু,হারুন তালুকদার,জাহেদুলআলম,এমরান,সজিব,বেদার,এরশাদ সওদাগর,রিফাত,সুমন,মীর হাসান,আকবর,আনোয়ার, কামরুল হাসান কচিসহ অনেকে।
Leave a Reply