ভারতীয় উপমহাদেশের আধ্যাত্বিক জগতের প্রাণ পুরুষ, রাহনুমায়ে শরীয়ত, ত্বরিকত, মারফত, হাজত রাওয়া মুশকিল কোশা হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) এর ১৯৬ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাউজান উপজেলার কদলপুর মাজার প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৭ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে দরবারের হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) মঞ্জিল মাঠে আশেকানে ছৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির ব্যবস্থাপনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের মেঝ শাহজাদা ও সাজ্জাদানশীন এবং আশেকানে মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ)। বিশেষ মেহমান ছিলেন দরবারের বড় শাহজাদা ও কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ দিদারুল আলম শাহ (মা.জি.আ), ছোট শাহজাদা ও আশেকানে মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির মহাসচিব ছৈয়দ মোকছুদুল আলম শাহ (মা.জি.আ), কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফরহাদ উদ্দিন চৌধুরী।
সংগঠক এস.এম কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মফিজুল আলম চৌধুরী, এস.এম ফয়জুল ইসলাম, আবু তাহের চৌধুরী, মুহাম্মদ ইউনুচ, আলহাজ্ব বখতেয়ার চৌধুরী, এস.এম হাসেম, মাষ্টার জাফর আহমদ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম.বেলাল উদ্দিন, সুবেদার মেজর আবুল কালাম, মুহাম্মদ আইয়ুব খান, মো.রাশেদ, মো.ফারুক, মো.ইয়াছিন, মো.ফারুক চৌধুরী, মো.মোজাফফর, মো.জামাল, মো.সালাউদ্দিন, মো.কোব্বাত, মো.মোরশেদ, মো.লিটন, মো.আজগর, এস.এম ফারুক, মো.জামশেদ চৌধুরী, এস.এম নুরুল আলম, মো.জাবেদ।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা শফি বারী আত্তারী। পবিত্র নাতে রাসুল (দ) ও মানকাবাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ তারেক।
এসময় স্থানীয় সাংবাদিক, আশেকানে ছৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির বিভিন্ন শাখার কর্মকর্তা, দরবারের আশেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দেশের মসজিদ, মাদ্রাসা ও মাজার সহ ধর্মীয় স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানানো হয়৷ সেইসাথে বিষয়গুলোর সুরক্ষা এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।
ওরশ পরিচালনার জন্য খেদমত কমিটির কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন উপকমিটি ঘোষণা করে কাজ বুঝিয়ে দেওয়া হয়।
পরে ওরশ শরীফ সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সকলের উদ্দেশ্য নসিহতমূলক বক্তব্য শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত করেন দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ)।
Leave a Reply