রাউজানে মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যাগে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাব ভিক্তিক শিশুদের সাংস্কৃতিক চর্চা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় অফিসার মজিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তার প্রমুখ। সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার শিশুদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, আবৃত্তি ও বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণ শেখার সৃষ্টি করতেন কাজ করছেন। এজন্য ক্লাব ভিক্তিক প্রতি সাপ্তাহে দুই থেকে তিনদিন ক্লাস নেওয়া হচ্ছে। এছাড়া শিশুদের খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উপস্থিত থাকার নির্দেশ দেন।
Leave a Reply