1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত সমাদর ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাউজানের নোয়াজিষপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন যত শীগগরই নির্বাচন দিবেন ততই মঙ্গলজনক হবে দেশ এবং জাতির জন্য:গিয়াস কাদের। রাউজানে মিজান মুন্সি কলোনীতে অগ্নিসংযোগ করার হুমকি রাউজানে এমদাদুল্লা মুন্সির লাশ দাফনে বিএনপির নেতাকর্মীদের বাঁধার ঘটনা সত্য নয় ছিনতাইকৃত সিএনজিসহ আটক-২  কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী তরিকার প্রচার প্রসার বাড়াতেই মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে-সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী রাউজানে কৃষিজমি কাটা ও ইটভাটা বন্ধের দাবিতে নারী-পুরুষের মানববন্ধন

রাউজানে কৃষিজমি কাটা ও ইটভাটা বন্ধের দাবিতে নারী-পুরুষের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

এস্কেভেটর (খননযন্ত্র) দিয়ে কাটা হচ্ছে মাটি। কৃষিজমি কেটে গভীর গর্তে রূপান্তর করা হয়েছে। মাটিবাহী ও ইটভাটার পরিবহনে ভেঙে গেছে সড়ক। ধুলোবালিতে অতিষ্ঠ জনসাধারণ,বৃক্ষগুলোতে পড়েছে ধুলোবালির প্রলেপ। এমন ভয়াবহ পরিবেশ দূষণ থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শত শত নারী-পুরুষ।অংশগ্রহণকারীদের কারো কারো হাতে ছিল ধুলো বালি মুক্ত পরিবেশ চাই, কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ চাই, অবৈধভাবে খাল থেকে বালি উত্তোলন বন্ধ চাই,অবৈধ ইটভাটা বন্ধ চাই লেখা সম্বলিত পেস্টুন। গতকাল ৬ এপ্রিল রবিবার সকালে রাউজান পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকার কাজীপাড়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আমাদের এলাকার মানুষেরা শ্বাস কষ্টসহ নানা জটিলরোগে আক্রান্ত হচ্ছেন। মানবদেহে মরণ ব্যাধি নানা রোগ বাসা বেধেঁছে। সুস্থদেহে বাঁচতে চাই আমরা। বর্ষা কিংবা শুষ্ক মৌসুমেই আমাদের দুর্ভোগ পোহাতেই হয়। ধুলোবালির কারণে শিশুরা স্কুলে যেতে সমস্যাসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, আমাদের ০৯ নম্বর ওয়ার্ডের পরিবেশ হুমকির মুখে। এসব দেখার কী কেউ নেই। আপনারা সরেজমিন পরিদর্শন করে এসব অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। পরিবেশ রক্ষা করে আমাদের সুস্থ্য-স্বাভাবিকভাবে বাঁচতে দিন। আমাদের রাস্তা দিয়ে বালুবাহী, ইটবাহী এবং মাটিবাহী যানবাহন চালাচল বন্ধ করার পাশাপাশি সড়কটি সংস্কার করতে হবে। আমরা এসব অবৈধ ইটভাটা পরিচালনা, অবৈধ বালু উত্তোলনকারীসহ পরিবেশ ধ্বংসযজ্ঞের প্রতিবাদ করায় আমাদের প্রাণ নাশের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ রাজু, সাইমন হোসেন জিসান, মো. রনি, মোহাম্মদ বাপ্পু, ছকিনা বেগম, রুজি আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট