ছিনতাই হওয়া সিএনজি চালিত একটি অটোরিকশা উদ্ধার করেছে রাউজান থানার পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বাগোয়ান ইউনিয়নের ০১নং ওয়ার্ডের আজিজ চেয়ারম্যান এর বাড়ীর সামনে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ছিনতাইকৃত সিএনজিসহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের পূর্ব বাকলিয়া এরশাদ কমিশনার বাড়ীর নুর ইসলামের ছেলে মোহাম্মদ খোকন (৩০), ভোলা জেলার দৌলতখান উপজেলার ৬নং চরখলিফা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরখলিফা গ্রামের নুরন্নবীর ছেলে মোঃ আওলাদ হোসেন (১৯)।এসময় তাদের আরও দুই সহযোগী পালিয়ে যায়। পালাতক দুই ছিনতাইকারী হলেন নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে মো. শামীম (২৭) ও চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকার সাইফুল আলমের ছেলে মো. সুজন (২২)।এই ঘটনায় গাড়ির মালিক নোয়াখালী জেলার সেনবাগ থানার কাবিলপুর ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে ও বর্তমানে নগরীর উত্তর আগ্রবাদ মিস্তিরিপাড়ার বাসিন্দা আবুল হোসেন(৬৫)’র দায়েরকৃত এজাহারের ভিত্তিতে গ্রেফতারকৃত ও পলাতক ছিনতাইকারীদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা (মামলা নং- ১০, তাং- ১০/০৪/২০২৫) রুজু করা হয়।
রাউজান থানার সূত্রে, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিএমপি কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এস.আলম ফ্যাক্টরীরর সামনে থেকে যাত্রীবেশী একদল ছিনতাইকারী সিএনজি অটোরিকশায় উঠে চালককে ছুরি ধরে খুন করার হুমকি দিয়ে ও মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে ছিনতাইকারী দল সিএনজিটি নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অভিমুখে পালানোর সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আজিজ চেয়ারম্যান এর বাড়ীর রাস্তার উপর থেকে ছিনতাইকৃত সিএনজিটিসহ দু” জনকে আটক করেন। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, গ্রেফতারকৃত ও পলাতক ছিনতাইকারীদের বিরুদ্ধে রাউজান থানার মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িত অপর দুজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply