1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত সমাদর ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাউজানের নোয়াজিষপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন যত শীগগরই নির্বাচন দিবেন ততই মঙ্গলজনক হবে দেশ এবং জাতির জন্য:গিয়াস কাদের। রাউজানে মিজান মুন্সি কলোনীতে অগ্নিসংযোগ করার হুমকি রাউজানে এমদাদুল্লা মুন্সির লাশ দাফনে বিএনপির নেতাকর্মীদের বাঁধার ঘটনা সত্য নয় ছিনতাইকৃত সিএনজিসহ আটক-২  কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী তরিকার প্রচার প্রসার বাড়াতেই মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে-সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী রাউজানে কৃষিজমি কাটা ও ইটভাটা বন্ধের দাবিতে নারী-পুরুষের মানববন্ধন

রাউজানে মিজান মুন্সি কলোনীতে অগ্নিসংযোগ করার হুমকি

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

রাউজান পৌর নয় নম্বর ওয়ার্ডের মিজান মুন্সি কলোনি পুড়িয়ে দেওয়ার হুমকি। এমন অভিযোগ উঠেছে ভাড়াটিয়া যুবদল কর্মী সাইফুল ইসলামের বিরুদ্ধে। অপরদিকে সাইফুল ইসলামের স্ত্রী লিজা আকতার কলোনির নারী মালিকের তানজিনা রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেন তাঁর পেটে লাথি দিয়ে তিন মাসের সন্তান নষ্ট করেছেন। তবে ওই নারী অন্তঃসর্তা ছিলেন না বলে নিশ্চিত করেছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুসেন দাশগুপ্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা লিজা আকতারের দাবি তিনি তিন মাসের অন্তঃসর্তা, তার সন্তান নষ্ট হয়েছে এবং  রক্তক্ষরণ হচ্ছে।সোমবার বিকালে রাউজান পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকাস্থ মিজান মুন্সির কলোনীর নারী মালিক তানজিনা রহমানসহ আরও কয়েকজন মিলে অন্তঃসর্তা এক নারীর পেটে লাথি দিয়ে তিন মাসের সন্তান নষ্টের হয় বলে অভিযোগ তুলেন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার অনুসারী যুবদল কর্মী এবং রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মানিক ড্রাইভারের ছেলে সাইফুল ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিনা রহমান। তার দাবি গত ০৫ মাস আগে সাইফুল তাঁর ২য় স্ত্রীকে নিযে কলোনীর ভাড়াবাসায় উঠেছিলেন। আসার দুইদিন পর থেকে স্বামী-স্ত্রীর অশান্তি বা পারিবারিক কলহ শুরু হয়। অন্যান্য ভাড়াটিয়ারা অভিযোগ দিলে তাকে ফোন করে অবহিত করা হলে ভাড়া চাইলে ভাড়া দিবেনা মর্মে সাফ জানিয়ে বলেন আমার নেতা বলেছে তাই আমি ভাড়া দিবো না। আমার ঘরে আগুন লাগিয়ে দিবে, ভেঙে ফেলবে বলে হুমকি দেয়। সোমবার আমি তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছি সত্য মারধর করিনাই। ওই নারী অন্তঃসর্তা ছিলেন না বলেও দাবি করেন তিনি। কি বলছেন অন্যান্য ভাড়াটিয়ারা? শুনে আসা যাক। ভাড়াটিয়া লাভলী আক্তার বলেন, সাইফুল ইসলাম কিরিচ নিয়ে ঈদের দিন ২টায় অন্যান্য ভাড়াটিয়াদের বের হয়ে যেতে বলে। যদি কলোনি না ছাড়ি আমাদের ছেলে-মেয়েদের মেরে ফেলার হুমকি দেয়।সাইফুল ঘরে বসে ইয়াবা ব্যবসা করে বলেন তাঁর স্ত্রী কলোনির অন্যান্য ভাড়াটিয়াদের জানান। এরপর থেকে কলোনি ভেঙে দেব, আগুন দিয়ে পুড়ে দেব বলে হুমকি দিতে থাকে।রাউজান থানায় অভিযোগ দিবেন বলে জানিয়েছেন যুবদল কর্মী সাইফুল ইসলাম। তবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই ধরনের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাউজান থানার ডিউটি অফিসার এসআই আনিস। অন্যদিকে গত ০৭ এপ্রিল ভাড়াটিয়া সাইফুল ও তার স্ত্রী লিজা আকতারকে বিবাদী করে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কলোনীর নারী মালিক তানজিনা রহমান। সেই অভিযোগপত্রে উল্লেখ, গত ৫ মাস পূর্বে কলোনীর ভাড়াবাসায় উঠেছিল সাইফুল। উশৃঙ্খল আচারণের কারণে তাকে বাসা ছেড়ে দিতে বললে গত ০৫ এপ্রিল সাইফুল কলোনীতে অগ্নিসংযোগ করার হুমকি প্রদান করে। একই সঙ্গে অন্যান্য ভাড়াটিয়াদের ঘর ছেড়ে না দিলে প্রাণ নাশের হুমকি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট